আর.এন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী বিধিনিষেধ মেনে নববর্ষের বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উক্ত মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির নান্দাইল জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী বিপ্লব চন্দ্র সরকার, এজিএম মোঃ ফজলে রাব্বী শামিম সহ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, কর্মরত সাংবাদিকবৃন্দ সহ সামাজিক, রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।