আরএন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহ নান্দাইল উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (১ ডিসেম্বর) চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল (অব:) আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সাবেক সংসদ সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএসপিএস অব:) কে পুনরায় সভাপতি ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহানকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে। কমিটির অন্যান্য পদ পরে ঘোষনা করা হবে বলে জানাগেছে।