সংবাদাতা, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সদর থানার নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় মা ও মেয়েকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত মায়ের নাম রুমা চক্রবর্তী (৪৬) এবং তার মেয়ে ঋতু চক্রবর্তী (২২)। ঋতু সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মা ও মেয়ের হত্যাকাণ্ডে জোবায়ের নামে একজনকে আটক করা হয়েছে এবং একটি ছুরিও উদ্ধার করা হয়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি শাহজামান জানান, মঙ্গলবার বেলা ৩টায় নারায়ণগঞ্জ সদর থানার নিতাইগঞ্জ ডাইল পট্টি এলাকার স্বপন দাসের ছয়তলা ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে মা-মেয়ের রক্তমাখা লাশ দুটি উদ্ধার করা হয়। এ সময় একজনের মরদেহ পড়েছিল ফ্লোরে এবং আরেকজনের মরদেহ অর্ধেক খাটের ওপর ছিল।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমরা জোবায়ের নামে একজনকে আটক করেছি।’ কী কারণে হত্যা করা হয়েছে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত ছাড়া বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এই বাসার এক ছেলে যার নাম হৃদয়, সম্প্রতি সে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে একটি মেয়েকে বিয়ে করেছে। সেই বিষয়টিও আমরা ক্ষতিয়ে দেখছি। এই হত্যার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কিনা।’