ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জে এসও এলাকার মেঘনা ডিপোর ২০ গজের মধ্যে একটি অবৈধ জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে ফিরোজ মিয়ার মালিকানাধিন ওই জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়দের অভিযোগ , ওই গোডাউনে অবৈধভাবে অকটেন, পেট্রোল-ডিজেল, মবিলসহ বিভিন্ন রকম জ্বালানি তেল মজুদ ছিলো বলে জানা যায়। কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তার সুনির্দিষ্ট কোন কারন ফায়ারসার্ভিস জানাতে পারেনি।
গোডাউন থেকে সূত্রপাত হওয়া আগুন পরবর্তীতে পার্শ্ববর্তী আরো ৩টি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকায় সাধারন মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দুপুর ১ টায় আদমজী ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।