নুর রহমান, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তিন আসামি সাজু, বাদল ও কালামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই।
শনিবার (১০ অক্টোবর) সকালে, তাদের সাথে নিয়ে বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে যায় পিবিআই-এর একটি দল। এসময় তারা আশাপাশের বাসিন্দাদের সাথে কথা বলে। একই সাথে ২ সেপ্টেম্বব কী ঘটে ছিলো সে বিষয়ে খোঁজ নেয়। এর আগে মামলার তদন্ত করছিলো পুলিশ। কিন্তু মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় দায়িত্বভার দেয়া হয় পিবিআইকে।
উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হলে পুলিশ রোববার গ্রেপ্তার অভিযানে নামে।
নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় রোববার রাতে নারী ও শিশুনির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন।
দুই মামলাতেই নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়। আসামিরা হলেন- বাদল, মো. রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যা। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে।