স্পোর্টস ডেস্ক: দাপুটে জয় দিয়ে এবারের নারী এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। আজ সোমবার তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আজও টসভাগ্য সহায় হয়নি টাইগ্রেসদের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেও ধাক্কা খায় বাংলাদেশ। ডায়ানা বায়াগের বল ইনসাইডেজ হয়ে বোল্ড হন শামীমা সুলতানা (১)। পরের ওভারে সাদিয়া ইকবালকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড ফারজানা হক (১)। এরপর রুমানা আহমেদও এলবিডব্লিউর শিকার মাত্র ১ রানে। দলের বোর্ডে ৩ রান উঠতেই ৩ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকতে শুরু করে বাংলাদেশ। এরপর সেই চাপ কাটিয়ে ওঠার আশা দেখা গেলেও দলীয় ২৭ রানের মাথায় সাজঘরে ফেরেন লতা মণ্ডল (১২)। তার বিদায়ে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৭।
এর আগে, এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে ৯ উইকেট আর ৫০ বল হাতে রেখে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ একাদশ-
শামীমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সুভানা মোস্তারি, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আক্তার, সোহেলি আক্তার, সানজিদা মেঘলা, লতা মন্ডল।