সংবাদদাতা, যশোর: নাশকতার মামলায় যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২০ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এর আগে এসব নেতাকর্মী রবিবার সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক ইখতিয়ার উদ্দিন মোল্লা জামিন নামঞ্জুর করে ২০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সদর উপজেলার নরেন্দ্রপুরের একটি ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় নেতাকর্মীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন। এরপর রবিবার সকালে যশোর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কারাগারে পাঠানো নেতা-কর্মীদের মধ্যে যুবদল সভাপতি ছাড়াও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসও রয়েছেন।