নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলার মধ্যে দুই হত্যা মামলার তদন্তভার পাচ্ছে গোয়েন্দা পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শুক্রবার ডকেটসহ সবকিছু গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া হয়েছে।
এর মধ্যে সংঘর্ষের মধ্যে পড়ে ডেলিভারিম্যান নাহিদ মিয়া নিহতের ঘটনায় গতকাল বুধবার রাতে একটি হত্যা মামলা হয়। নিহত নাহিদের চাচা মো. সাইদ বাদী হয়ে এই মামলা করেন। এই মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শ ম কাইয়ুম।
আর দোকান কর্মচারী মোরসালিন নিহতের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে আরেকটি হত্যা মামলা হয়েছে। এ মামলাতেও অজ্ঞাত পরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলাটিও গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন নিউমার্কেট জোনের পুলিশের অতিরিক্ত কমিশনার শাহেনশাহ।
এদিকে, বাকি দুই মামলার তদন্ত নিউমার্কেট থানা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি কাইয়ুম। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ সিসি ক্যামেরা ও অন্যান্য ভিডিও বিশ্লেষণ করছে।