নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দুই বছরের শিশু আমেনা খাতুন নিখোঁজ হওয়ার ১২ দিনেও সন্ধান না পেয়ে দু:চিন্তায় দিন কাটছে মা-বাবার। ছোট্র শিশু আমেনা খাতুনকে সাথে নিয়ে বাক প্রতিবন্ধী মা ভিক্ষা করতে গিয়ে নারায়ণগঞ্জ সদর কোটের সামন থেকে হারিয়ে ফেলেন।
গত ১৬ মার্চ নিখোঁজ হওয়া শিশু আমেনা খাতুন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার ভূইঘর মাহামুদপুর গ্রামের আলী আকবরের মেয়ে। হারিয়ে যাওয়া শিশু আমেনার গায়ের রং ফর্সা, মাখমন্ডল গোল, লম্বা ২ ফুট, মাথার চুল লালছে রংয়ের। আর হারিয়ে যাওয়ার সময় পড়নে ছিল সাদা রং এর জামা।
ওই শিশু আমেনার বাবা আলী আকবর জানান, তার বাক প্রতিবন্ধী স্ত্রী শিশুটিকে নিয়ে মাঝে মধ্যে ভিক্ষা করতে যেত। এরই ধারাবাহিকতায় ১৫ মার্চ সকালের দিকে শিশু আমেনা খাতুনকে সঙ্গে নিয়ে ভিক্ষা করতে বের হয়ে যায়। পরে তার স্ত্রী বাসায় ফেরত না আসায় বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করতে থাকে।
পরদিন ১৬ মার্চ দুপুরের দিকে একজন পরিচিত লোক মারফত জানতে পারে বাক-প্রতিবন্ধী স্ত্রী শিশু সন্তান আমেনা নারায়ণগঞ্জ সদর কোটের সামনে থেকে হারিয়ে ফেলেছে। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে পরে স্ত্রীকে খুঁজে পেলেও শিশু আমেনার কোন সন্ধান না পেয়ে মানষিক ভাবে হতাশ হয়ে পড়ি।
এ ঘটনায় ১৭ মার্চ ওই শিশু আমেনার বাবা আলী আকবর ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়রী করি। যাহার নাম্বার ১২৯৮।
ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ সাহা জানান, শিশু আমেনা নিখোঁজের বিষয় নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির কেউ সন্ধান পেলে ০১৯৭৪৮০৩৭৮৩ অথবা ০১৭৩৭-৮৬১৫৫২ মোবাইল নাম্বারে সার্বিক যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন আলী আকবর।