সংবাদদাতা, দিনাজপুর: ট্রাকে করে রাইজব্যান্ড বোঝায় সামগ্রী নিয়ে বগুড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উত্তম কুমার (৩২) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের কেবিন কেটে উত্তমকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে টাটকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মৃত উত্তম দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামের লাল মহন রায়ের ছেলে।