300X70
মঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নিষেধাজ্ঞার শেষ দিনে ৪ জেলেকে ১৭ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৬, ২০২১ ৯:২৭ পূর্বাহ্ণ

সংবাদদাতা, মুন্সিগঞ্জ: নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে ইলিশ ধরা শুরু হচ্ছে সোমবার মধ্যরাত থেকে। তার আগের দিন মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ভোর ৪টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ১১ জনের মধ্যে ৪ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে ৩ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার এবং একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আউয়াল এ জরিমানার আদেশ দেন।

অভিযান শেষে সন্ধ্যা ৭টায় লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষা অভিযানে প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২৩০ কেজি মা ইলিশ ও মাছ শিকারের তিনটি নৌকা জব্দ করা হয়েছে। অভিযান শেষে জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং জব্দ করা মাছ ৬টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।’

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :