নিজস্ব প্রতিবেদক:২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বুধবার রাত ১২টার পর থেকে ফের ইলিশ শিকারে নামছেন জেলেরা।
প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে ১৪ অক্টোবর থেকে আজ বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত দেওয়া ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে বেশ কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।
নির্দিষ্ট এ সময়ে ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। এর লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।
ইলিশ গবেষকরা বলেছেন, এই সময়ে ইলিশ ধরা থেকে বিরত থাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে- মা ইলিশ রক্ষা করা, যাতে তারা নিরাপদে নদীতে ডিম ছাড়তে পারে। এই ডিম রক্ষা করতে পারলে তা নিষিক্ত হয়ে জাটকার জন্ম হবে। সেই জাটকা রক্ষা করা গেলে দেশে বড় আকারের ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে।