বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মর্টার শেল নিক্ষিপ্ত
বাঙলা প্রতিদিন ডেস্ক : সাম্প্রতিককালে মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে মায়ানমার হতে নিক্ষিপ্ত মর্টার শেল/গ্রেনেড বিস্ফোরণে ১ জন বাংলাদেশী নাগরিক নিহত এবং কয়েকজন আহত হন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, আহত ও নিহতদের পরিবারের সবাই অসহায় ও হতদরিদ্র। আহতদের অনেকেই অর্থাভাবে যথার্থ চিকিৎসা করাতে পারছেন না। এমনকি এখনও পর্যন্ত তাদের পাশে এসে দাঁড়ায়নি কেউ।
গণমাধ্যমের এমন খবরে বিজিবি মহাপরিচালকের নির্দেশে রোববার (১১ ফেব্রুয়ারি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আহত আনোয়ারুলকে দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান, তার চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
পরে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার নিহত মহিলার আহত ২ জন নাতী-নাতনীকে দেখতে যান, তাদের খোঁজ খবর নেন এবং বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।