300X70
রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নেদারল্যান্ডস-জিম্বাবুয়েকে হালকাভাবে দেখা হচ্ছে না: জালাল ইউনুস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৩, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ

স্পোর্স ডেস্ক: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে সুপার টোয়েলভে খেলবে বাংলাদেশ। এই লাইনআপ ঠিক হওয়ার পরও দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সে প্রতিক্রিয়া দিলেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হালকাভাবে দেখা হচ্ছে না। কারণ শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সঙ্গে প্রতিযোগিতা করে সুপার টোয়েলভে উন্নীত হয়েছে তারা।

জালাল ইউনুসের মতে, ‘দলে ওদের যে ব্রিফিংগুলো হচ্ছে, গেম প্ল্যানগুলো হচ্ছে, ওরা প্রতিটি দলকেই সিরিয়াসভাবে নিচ্ছে।’

টি২০ বিশ্বকাপের সুপার টোয়েলভে কখনও কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। এবার অন্তত দুটো ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও জালাল ইউনুস মনে করেন প্রথম রাউন্ড খেলা দলের বিপক্ষে চ্যালেঞ্জ বেশি থাকবে, ‘এই পর্বে যারা কোয়ালিফাই করেছে, তারা সবাই খুবই যোগ্য এবং খুব শক্তিশালী দল। তারা সেখানে প্রমাণ দিয়ে এসেছে। প্রথম রাউন্ডে প্রতিটি ম্যাচেই প্রতিযোগিতা ছিল। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে বলেন, তারা কিন্তু প্রমাণ করেছে টি-২০ তে তারা খুবই শক্তিশালী দল। আমরা যাদের বিপক্ষেই খেলব তারা সবাই খুবই শক্তিশালী।’

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :