ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন : প্রতিদিন নানা বিষয় নিয়ে থানায় বা আদালতে অভিযোগ দায়ের হয়ে থাকে। সেটা জমি-জমা কিংবা পারিবারিক বিরোধের জের ধরে হয়ে থাকে।
এবার ভিন্ন একটি অভিযােগ, তাহলো মদ খেয়ে নেশা না হওয়ার কারণে! তবে এ অভিযোগ দায়ের করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে!
ভারতের মধ্য প্রদেশের লােকেন্দ্র সােঠিয়া নামের এক ব্যক্তি ওই অভিযোগ দিয়েছেন।
তবে এখানেই থামছেন না লােকেন্দ্র। তিনি আরও জানিয়ে দিয়েছেন, আগামী ৬ জুনের মধ্যে যদি প্রশাসন কোনও ব্যবস্থা না নেয়, তাহলে
উপভােক্তা ফোরামে গিয়ে অভিযােগ জানাবেন। তখন নিজের কাছে রেখে দেওয়া ওই দু’বােতল মদ কাজে লাগবে বলেই মনে করছেন লােকেন্দ্র।
লােকেন্দ্র সােঠিয়া নামের ওই ব্যক্তি মদ খেয়ে নেশা না হওয়ায় রাজ্যের পুলিশ সুপার, আবগারি দপ্তরের পর সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও গিয়েছেন।
তিনি বলেন, যদি এরপরও বিচার না পান, তাহলে প্রয়ােজনে কনজিউমার ফোরামে অভিযােগ জানাবেন বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।
তার অভিযােগ, গত ১২ এপ্রিল ক্ষীর সাগরের এক দোকান থেকে চার বােতল দেশি মদ কেনেন তিনি। বাড়ি ফিরে পুরাে এক বােতল পান করেন। কিন্তু কোনও নেশা হয়নি! এতে তিনি বুঝতে পারেন এই মদে ভেজাল আছে।
তিনি দাবি করেন, এই মদে পানি মেশানাে হয়েছে, সে কারণেই তার নেশা হয়নি। যা একেবারেই মানতে পারেননি তিনি। তখনই হুঁশিয়ারি দিয়েছিলেন, এই বিষয়ে তিনি প্রশাসনকে জানাবেন। আর সেকথা জানাবেন বলেই প্রমাণ হিসেবে দু’বােতল ভেজাল মদ নিজের কাছে রেখেও দিয়েছিলেন।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উজ্জয়িনীর পুলিশ সুপার এবং আবগারি দপ্তরের কাছে এই বিষয়ে কঠোর পদক্ষেপের নিতে লােকেন্দ্র আবেদনে বলেছেন, ক্ষীর সাগরের ওই মদ বিক্রেতা প্রীতি জয়সওয়ালের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে করে তার মত গ্রাহকরা ভবিষ্যতে নকল মদ খেয়ে না ঠকেন!