সংবাদদাতা, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা ও পরিবহণ ব্যবসায়ী আবু ছায়েদ রিপনকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বারাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু ছায়েদ রিপন নোয়াখালী-ঢাকা রুটের লাল সবুজ পরিবহনের বেগমগঞ্জ কাউন্টারের মালিক ও মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন।
বেগমগঞ্জ থানার ওসি জাহিদুল হক রনি জানান, দিবাগত রাত আড়াইটার দিকে বেগমগঞ্জ বাস কাউন্টার থেকে আবু ছায়েদ রিপন মোটরসাইকেলে নিজ বাড়ি বারাইরহাট যাচ্ছিলেন।
এসময় তার গতিরোধ করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ৮-১০টি কোপ দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা নামাজ পড়তে যাওয়ার পথে ওই এলাকার তার লাশ দেখে পুলিশে খবর দেয়। বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।