নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে নোয়াখালী জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির অায়োজনে জেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক অাবদুল হামিদ এর পরিচালনা ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি মো: নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু। এ ছাড়া আরো ব্ক্তব্য রাখেন, যুব সংহতির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন লিটন, বেগমগঞ্জ জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সদস্য ডাঃ মোহন, জাতীয় পার্টির নেতা সাহাদাত হোসেন, ডাঃ হাফিজ উল্লা, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজম্ম পার্টির অাহবায়ক সিরাজুল হক সিরাজ, জাতীয় কৃষক পার্টির সভাপতি মোঃ ওমর ফারুক, বেগমগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অানোয়ার হোসেন মনু,জাতীয় পার্টির নেতা এ কে এম সহিদ উল্লা।
আলোচনা সভায় পল্লি বন্ধু আলহাজ হুসেইন মো: এরশাদের হাতেগড়া সংগঠন জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহবান জানান।