নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদরের পূর্ব এওজবালিয়া গ্রামের অসহায় বেদেপল্লির ২৫০টি পরিবারগুলোর মাঝে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান ২৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, খেজুর, সেমাই, গুড়ো দুধ ও চিড়া তুলে দেন।
এ সময় বেদে সমাজের সর্দার জাকির হোসেন সহ বেদেপল্লীর লোকজন উপস্থিত ছিলেন। এই নিয়ে গত তিন দিনে উপজেলার বিভিন্ন পর্যায়ের অসহায় ৮ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।