নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার রাত পৌনে ১টার দিকে উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ব্যবসায় আশ্ররাফ হোসেন রবেন্স জানান, বুধবার রাত আনুমানিক পৌনে ১ টার দিকে চাপরাশিরহাট পশ্চিম বাজার মাদ্রাসা সংলগ্ন একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই অগ্নিকান্ডে জুতা দোকান, কসমেটিকস দোকান, চা দোকান, দধি দোকান, সেলুন দোকানসহ ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মিরা প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্তদের দাবি, এ দুর্ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার নুরুল আবছার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।