নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার তিনটি গ্রামের কিছু মুসল্লি আজ বৃহস্পতিবার সকালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
এলাকাগুলো হলো, বেগমগঞ্জ উপজেলার বসন্তেরবাগ গ্রামের জামে মসজিদ, উত্তর ফাজিলপুর দায়রা বাড়ির দায়রা জামে মসজিদ ও সদর উপজেলার হরিনারায়ণপুর জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, সদর উপজেলায় একটি ও বেগমগঞ্জের দুটি মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। তিনটি জামায়াতে আনুমানিক ২০০ মুসল্লি অংশ নেন।