প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে বন্দুক-কার্তুজসহ মো.সামছুদ্দিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। মো.সামছুদ্দিন (৩৫) উপজেলার চরএলাহী ইউনিয়নের মৃত আব্দুল মালেকেরে ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী ক্লোজার ঘাট থেকে তাকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে ৩ টি বন্দুক ও ১২টি কার্তুজ উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৮টায় তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসি বেগম বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।