নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক সমসাময়িক জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়াবলির উপর গবেষণার ধারাবাহিকতায় বুধবার (৭ মে) ‘Energy Security for Bangladesh – Need to Look for and Develop Alternative Sources of Energy’ শীর্ষক দিনব্যাপী একটি সেমিনারের আয়োজন করা হয়।
সকাল ১০ টায় এনডিসি অডিটোরিয়ামে এনডিসি কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মোঃ আকবর হোসেন, এসবিপি, বিএসপি, এসইউপি(বার), এএফডবিøউসি, পিএসসি, জি+, পিএইচডি সেমিনারের উদ্বোধন করেন । বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ের (বুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ তামিম সেমিনারে মূল প্রবক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ডিফেন্স কোর্স- ২০২৩ এর ০৫ জন কোর্স মেম্বার সেমিনারের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। সেমিনারে আলোচনায় বাংলাদেশের জ¦ালানী সেক্টরের বর্তমান চিত্র, চ্যালেঞ্জসমূহ ও তা থেকে উত্তরণের উপায় এবং বিকল্প শক্তির উৎস সম্পর্কে নানা বিষয় উঠে আসে যা উপস্থিত অংশগ্রহনকারীদের মনোযোগ আর্কষণ করে।
কমান্ড্যান্ট এনডিসি তাঁর বক্তব্যে বলেন আমাদের বর্ধিত জনসংখ্য, বিস্তৃত শিল্পায়ন এবং ক্রমবর্ধমান নগরায়নের ফলে জ্বালানীর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ সমস্যা সমাধান কল্পে বিকল্প জ্বালানী উৎসসমূহের বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, নবায়নযোগ্য জ্বালানীও আমাদের বিদ্যমান জ্বালানী সমস্যা নিরসনকল্পে বিশেষ অবদান রাখবে।
পরিশেষে কমান্ড্যান্ট জ্বালানী নিরাপত্তার গুরুত্বপূর্ণ দিকসমূহ যথাযথভাবে উপস্থাপনের জন্য সেমিনারের প্রবক্তাগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারে এনডিসির ফ্যাকাল্টি, কোর্স মেম্বার ও স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন। এছাড়াও, সশ্রস্ত্র বাহিনী বিভাগ, সেনাসদর, নৌসদর, বিমানসদর, বিইউপি, ডিএসসিএসসি, এমআইএসটি, বিআইআইএসএস ও পরিকল্পনা মন্ত্রনালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।