সংবাদদাতা, পঞ্চগড়ে: পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসার বিরোধিতাকারীদের সঙ্গে আবারও সংঘর্ষ হয়েছে।
শনিবার (৪ মার্চ) রাতে গুজব ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহমদিয়া সম্প্রদায়ের জলসা ঘিরে সংঘর্ষের পর স্বাভাবিক হয়ে এসেছিল পরিস্থিতি। তবে শনিবার রাতে গুজব ছড়িয়ে পড়লে শহরের সড়কে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ালশেল ছোড়ে পুলিশ। পরে গুজবে কান না দিতে বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে স্থানীয় জেলা প্রশাসন। গত শুক্রবারের সংঘর্ষের পর থেকে ওই এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন আছে র্যাব ও বিজিবি।
এদিকে শুক্রবার (৩ মার্চ) ওই জলসা বন্ধের দাবিতে মুসল্লি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের ইঞ্জিনিয়ার জাহিদ হাসান (২২) নামের আরেক যুবক মারা গেছেন। তিনি নাটোরের বনপাড়ার বাসিন্দা।
পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, বর্তমানে পঞ্চগড় শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এ জন্য প্রশাসন তৎপর রয়েছে।