পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম (৫৪) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের ভারিয়া পাড়া সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে।আহত রবিউল ইসলাম একই এলাকার ঝড়ু মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে ভাইরা পাড়া সীমান্ত এলাকায় পাঁকা মরিচ শুকাতে দেন রবিউল ইসলাম নামে ওই কৃষক। ভারতের টহলরত বিএসএফের কয়েকজন সদস্য এসে ওই কৃৃষকের মরিচ তুলে নিয়ে যেতে শুরু করে। এসময় বাঁধা দিলে বিএসএফ সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওই কৃষকের মাথায় শটগানের ছোঁড়া গুলি করে।
এসময় তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো.সোহেল রানা বিএসএফের ছোঁড়া গুলিতে আহতের বিষয়টি নিশ্চিত করেন।