সংবাদদাতা, পঞ্চগড়: পঞ্চগড়ে সলেমান আলী (৫৫) নামে সিভিল মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সলেমান আলী দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত চার-পাঁচদিন আগে একটি সিভিল মামলায় এক মাসের সাজা হয় সলেমান আলীর। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে তিনি শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হলে গত ১২ ডিসেম্বর তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মরদেহের সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।