মোঃ লিহাজ উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে স্বাস্থ্যবিধি না মেনে মোবাইল ফোনে লুডু ( জুয়া) খেলার দায়ে ৪ যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল শুক্রবার (২৭ আগস্ট) রাতে রাধানগর ইউনিয়নের তেঁতুলতলা মার্কেটে মোবাইল ফোনে লুডু (জুয়া) খেলার সময় উপজেলার মাদক ও জুয়া প্রতিরোধের অভিযানকারী দল তাদের আটক করে। আটককৃতরা হলো: উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামের হরি প্রসাদের পুত্র ধীরেন চন্দ্র রায়(৩০), রবি চন্দ্র বর্মনের পুত্র সত্য চন্দ্র বর্মন(২৫), মুকুন্দ চন্দ্র বর্মনের পুত্র ধীপ্ত চন্দ্র বর্মন(২৪) ও রাতিয়া রায়ের পুত্র সুজন রায় (২১)।
আটককৃতদের তাৎক্ষনিক স্বাস্থ্যবিধি না মেনে মোবাইল ফোনে লুডু (জুয়া) খেলার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রত্যেককে ১০০০ টাকা করে জরিমানার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, উপজেলায় মাদক ও সকল প্রকার জুয়া খেলা নিয়ন্ত্রণে পুলিশ নিরলস কাজ করছে।