কলকাতা থেকে মনোয়ার ইমাম: পঞ্চম দফায় ভোটের আগে নাকা চেকিং চলছে উত্তরবঙ্গের বিভিন্ন যায়গায়। আগামী ১৭ এপ্রিল (শনিবার) নির্বাচন হতে চলেছে পঞ্চম দফায়। তার আগেই অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বেআইনি মাদক দ্রব্য ও অবৈধ টাকা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে তৎপর হয়েছে পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশন।তারা চায়না চতুর্থ দফায় ভোটের মতো কোচবিহারের শীতলকুচি হোক।
তাই কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। প্রতিটি জেলায় জেলায় রাস্তায় গাড়িতে নাকা চেকিং শুরু করে দিয়েছে। সেই সঙ্গে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় চলছে উত্তর উত্তর কোরোনা ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা।
সর্বদিক বজায় রেখে চলতে হচ্ছে নির্বাচন কমিশন এর। প্রতিটি বুথে কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই চলছে যায়গায় যায়গায় এবং বিভিন্ন যায়গায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সদস্যরা।
নির্বাচন কমিশন চায় অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে।সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের সমর্থন চায়। সহযোগিতা চায় জনসাধারণের।।