নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: পদ্মা সেতু নির্মাণে অতিরিক্ত ব্যয় বৃদ্ধির ধারণা সঠিক নয় বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ বুধবার ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান।
মন্ত্রীপরিষদ বিভাগ এবং জাইকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, তথ্য কমিশনার মরতুজা আহমেদ, তথ্যসচিব মকবুল হুসাইন, জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া বক্তব্য রাখেন।
মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় এবং সংস্কার বিভাগের সচিব শামসুল আরেফিন সভাপতিত্বে এ সেমিনারে সিনিয়র সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।