300X70
সোমবার , ১১ অক্টোবর ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পরিচালকসহ ই-কমার্স প্রতিষ্ঠানের ৭ জন গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১১, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: অনলাইন টিকেটিং এজেন্সি টুয়োন্টিফোর টিকেট ডটকমের ডিরেক্টর মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া, গ্রাহকদের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান থলেডটকম ও উইকুমডটকম – এর ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান। প্রতারণার শিকার মো. খায়রুল আলম মীর নামে এক যুবক বাদী হয়ে মামলা করলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উইকম ও থলেডটকমের হেড অব অপারেশন্স মো. নজরুল ইসলাম, একাউন্ট কর্মকর্তা সোহেল হোসেন, ডিজিটাল কমিউনিকেশন্স কর্মকর্তা মো. তারেক মাহমুদ অনিক, সেলস এক্সিকিউটিভ কর্মকর্তা সাজ্জাত হোসেন, কলসেন্টার এক্সিকিউটিভ কর্মকর্তা মুন্না পারভেজ এবং সুপারভাইজার মো. মাসুম হোসেন।

এছাড়া, বিমানের টিকিট বিক্রির নামে গ্রাহকের কাছে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনলাইন টিকেটিং এজেন্সি টুয়োন্টিফোর টিকেট ডটকমের ডিরেক্টর মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলেন জানান অতিরিক্ত ডিআইজি।

তিনি বলেন, কম মূল্যে ইলেকট্রনিকস পণ্যসামগ্রী বিক্রির নামে এ প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানগুলো। এছাড়া, ই-কমাসের নামে সন্দেহজনক লেনদেন করছে এমন ৬০টি প্রতিষ্ঠানের তালিকা সিআইডির কাছে আছে, যার মধ্যে ৩০-৩২টি প্রতিষ্ঠানকে মনিটরিং করা হচ্ছে।

কামরুল আহসান জানান, রিং আইডির সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, প্রতিষ্ঠানটির বিদেশে অর্থপাচারের বিষয়টি তদন্ত করা হচ্ছে। গ্রাহকদের টাকা যাতে লোপাট না হয় সে জন্য প্রতারণায় জড়িত ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ও পেমেন্ট গেটওয়ে সঙ্গে সঙ্গেই জব্দ করা হচ্ছে।

তিনি জানান, এখন পযন্ত রিং আইডির মূল অ্যাকাউন্টের ২০০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। প্রতিমাসে প্রতিষ্ঠানটিতে গ্রাহকের কাছে থেকে ১০০ কোটি লেনদেন হতে। শুধু গত সেপ্টেম্বর মাসে গ্রাহকের ২০০ কোটি টাকা রিং আইডির অ্যাকাউন্টে যায়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে এক কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বাধা থামাতে পারেনি হুয়াওয়েকে ২০২০ সালে ৩.৮% প্রবৃদ্ধি

লেভানদোভস্কির জোড়া গোলে জয়ে ফিরল বার্সা

গোবিন্দগঞ্জে আহত ট্রলি শ্রমিক জিল্লুরের চিকিৎসায় সাহায্যের আবেদন

কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বেও নয় : কাদের

দ্য হান্ড্রেড বলের প্রথম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ

স্বাধীনতা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে দক্ষিণ সিটির মেয়রের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বাসায় বসে ল্যাব টেস্টের দিবে প্রাভা হেলথ

পূজামণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক, থাকবে স্থায়ী আনসার

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে আরো তৎপর হোন : ডিসিদেরকে তথ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মেহেদী মার্টের ৩য় শাখার শুভ উদ্বোধন

ব্রেকিং নিউজ :