গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে স্যালোইঞ্জিন চালিত মাছবাহী ভটভটির ধাক্কায় ইউনুস আলী (৪৫) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের শিমুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইউনুস আলী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াঘাট থেকে মাছবাহী একটি ভটভটি পলাশবাড়ী কালিবাড়ী হাটে আসছিল। পথে শিমুলিয়া বাজার এলাকায় ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ইজিবাইকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী ইউনুস আলীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভটভটির চালককে আটকের চেষ্টা চলছে।