অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আকরাম-আল-হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান, ব্যাংক পরিবারকে নিয়ে কেক কেটে ইংরেজি নববর্ষ ২০২২ উদযাপনের সূচনা করেন।
ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে ব্যাংকের চেয়ারম্যান মো: আকরাম-আল-হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রতিষ্ঠিত পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে সততা, নিষ্ঠা ও পুরাতন ভুল ভ্রান্তি উপেক্ষা করে নতুন উদ্দ্যোমে কাজ করার আহ্বান জানান।
অপরদিকে ব্যবস্থাপনা পরিচালক নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে, নতুন উদ্দোমে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও উপব্যবস্থাপনা পরিচালক মো: শহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক জনাব দীপংকর রায়সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।