নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
আজ শনিবার (১৭ জুলাই) থেকে চালু হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন। স্বল্প খরচে ব্যবসায়ীরা কোন ঝামেলা ছাড়াই আগামী ১৯ জুলাই (সোমবার) পর্যন্ত এ বিশেষ ট্রেনে গরু, মহিষ, ছাগল, ভেড়া পরিবহন করতে পারবেন।
সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপদে কোরবানীর পশু নিয়ে আসার জন্য এ ব্যবস্থা চালু করেছে।
রেলওয়ে ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী বলেন, আজ শনিবার কোরাবানীর পশু নিয়ে তিনটি বিশেষ ট্রেন ঢাকায় প্রবেশ করবে। ইতোমধ্যে আমরাতার সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিশেষ ওই পশুবাহী ট্রেন তিনটির মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর থেকে আসবে দুটি ও একটি ট্রেন আসবে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসবে। আর ওইসব ট্রেনের প্রত্যেকটিতে ৪শ’ টি পশু বহনের ব্যবস্থা রয়েছে।
গত বছরও গত বছরের ঈদেও এ ক্যাটল স্পেশাল ট্রেন চালু ছিল। সেসময় ব্যবসায়ীরা আগ্রহ না দেখানোয় মাত্র একদিন চলাচল করে ছিল এ ক্যাটল স্পেশাল ট্রেন।