বাহিরের দেশ ডেস্ক: ওডেসায় নিকটবর্তী এলাকায় পশ্চিমা অস্ত্র বহনকারী ইউক্রেনের একটি বিমান ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা সেনারা। একথা জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কো।
তিনি বলেন, ‘ওডেসার কাছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের একটি সামরিক সরঞ্জামবাহী বিমান ভূপাতিত করেছে। ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর পাঠানো বড় অস্ত্রের চালান বহন করছিল বিমানটি।’
এছাড়াও রাশিয়ার সেনারা ইউক্রেনের সামরিক বাহিনী ও তাদের সরঞ্জাম লক্ষ্য করে গেল ২৪ ঘণ্টায় ৬৭ টি হামলা চালিয়ে বলেও জানিয়েছেন, ইগোর কোনাশেঙ্কো।
যদিও এ বিষয়ে এখনও ইউক্রেনের পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি।