বাঙলা প্রতিদিন ডেস্ক:
দেশের পাঁচ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগে মারা গেছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ১০, চাঁপাইনবাবগঞ্জে ৩, নাটোরে ২, নওগাঁ ও পাবনায় একজন করে মারা গেছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। আর এনিয়ে ৪০৫ বেডের বিপরীতে ভর্তি রোগী আছেন ৪৬৮জন। এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১৯৮জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৪২দশমিক ৩৯শতাংশ।
ওদিকে, কুষ্টিয়া জেলায় করোনায় আরো ৭ জনের মৃত্য হয়েছে। এনিয়ে কুষ্টিয়ায় এ পর্যন্ত মারা গেছেন ২১৮ জন। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১৩৭ জনের দেহে। এ জেলায় শনাক্তের হার ৪০ শতাংশ।
এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ৪২১ জন রোগী শনাক্ত হয়েছে। চট্রগ্রাম জেলায় শনাক্তের হার ৩৪ দশমিক এক সাত শতাংশ। চট্রগ্রামে একদিনের ব্যবধানে মৃত্যু কমলেও শনাক্তের হার বেড়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত ৫৯ হাজার ৭শ’ ৩৭ জন। আর চট্রগ্রামে মারা যাওয়ার সংখ্যা দাঁড়ালো ৭শ’ ১০ জনে। এছাড়া, সাতক্ষীরায় ৪ ও চুয়াডাঙ্গায় ৫ জনের মৃত্যু হয়েছে।