300X70
শনিবার , ২৩ জানুয়ারি ২০২১ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পাঁচ মাসে ৩১ বার করোনা পজিটিভ!

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৩, ২০২১ ১:২১ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক:
ভারতের রাজস্থানে এক নারী অন্তত ৩১ বার করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। সারদা নামের ওই নারী পাঁচ মাস আগে প্রথমবার করোনা টেস্টে পজিটিভ আসে। এরপর থেকেই প্রতিবারই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

জানা গেছে, কয়েক বছর আগে রাজস্থানের প্রত্যন্ত বাহজেরা গ্রাম থেকে সারদা নামের এই নারীর ঠাঁই হয়েছিল আপনা ঘর নামক একটি আশ্রমে। তারাই ওই নারীর দেখাশোনা করেছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর ওই নারীকে আশ্রমের লোকজন নিয়ে এসেছিল এই আরবিএম-হাসপাতালে। পরে তাকে জয়পুরের এসএমএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গেছে, গত বছরের ২৮ আগস্ট প্রথম করোনা ধরা পড়ে সারদার। বেশ কয়েকদিন হাসপাতালে রাখা হয় তাকে। কিন্তু শারীরিক অবস্থা বিবেচনা করে পরে আশ্রমেই আইসোলেশানে রাখা হয় তাকে। কিন্তু পরে যতবারই করোনা পরীক্ষা হয়েছে ততবারই করোনা পজিটিভ এসেছে তার।

আপনা ঘর আশ্রম’র প্রতিষ্ঠাতা ডা বি এম ভরদ্বাজ জানান, হাসপাতাল থেকে আশ্রমে ফেরার পর থেকে মোট ৩১ বার করোনা পরীক্ষা হয়েছে সারদার। প্রতিটি টেস্টেই করোনা পজিটিভ এসেছে। তারপরও দেখা যাচ্ছে বেশ ভালোই রয়েছেন সারদা। বর্তমানে ওই নারীর কোনো গুরুতর সমস্যা নেই।

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :