নিজস্ব প্রতিবেদক : নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে লাঞ্ছিতের ঘটনায় করা মামলায় প্রধান আসামী নাটোরের স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে নাফিউল ইসলাম অন্তরকে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।
নাটোর সদর থানায় করা মামলার এজাহার সূত্রে, নাটোর পাউবো কার্যালয়ে একটি ভবন নির্মাণ দায়িত্ব পান রংপুরের ঠিকাদার হাসিবুল হাসান। তাঁর প্রতিনিধি হিসেবে কাজটি করছিলেন নাটোরের ঠিকাদার নাফিউল ইসলাম ও তাঁর বাবা আমিরুল ইসলাম। কিন্তু খরচ বেশির অজুহাতে নির্বাহী প্রকৌশলীর নির্দেশিত টাইলস দিতে পারবে না বলে জানায় ঠিকাদার।
একইদিন ২৪ মে বিকাল সোয়া ৫ টার দিকে জনৈক মীর আমিরুল ইসলাম জাহান ও ব্যবস্থাপক রাজীবসহ আসামী নাফিউল ইসলাম অন্তর পাউবো অফিসে এসে নির্বাহী প্রকৌশলীকে গালিগালাজসহ হত্যাচেষ্টায় শারিরীকভাবে লাঞ্ছনা শুরু করেন। অফিসের অন্য লোকজন আহত প্রকৌশলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত আসামী গ্রেফতারে স্বস্তি জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিফ ফারুক,এমপি বলেন, ‘ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় যখন মাঠ পর্যায়ের সকল প্রকৌশলী কঠিনতম দায়িত্ব পালন করছেন তখন তুচ্ছ কারণে এধরনের ঘটনা খুব দুঃখজনক।
ঘটনাটি জেনে আমি আইনগত পদক্ষেপ নিতে নাটোর পুলিশ সুপারকে নির্দেশ দেই। দুর্যোগশেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলাকে নাটোর পরিদর্শনের নির্দেশনা দিয়েছি। এমন অন্যায় আগামীতে কখনোই মেনে নেয়া হবেনা।”
ঘটনাটির নিন্দা জানিয়ে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,এমপি বলেন, ‘ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে আমি প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে কথা বলি, আক্রান্ত প্রকৌশলীর খোঁজ নেই। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে নাটোর প্রশাসনের সাথে কথা বলি। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রীও কাউকে ছাড় দেন না।”
প্রসঙ্গত, নাটোরের নির্বাহী প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে আজ (২৫ মে) মঙ্গলবার ঢাকার পান্থপথে পানি ভবনের সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী।
অন্যদিকে, এই ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে আজ (২৫মে) জড়িতদের আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ে লিখিত অনুরোধ জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি) সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন (শীবলু)।