পানছড়ি (খাগড়াছড়ি)সংবাদদাতা:
জেলার পানছড়িতে নানীকে ধর্ষণের চেষ্টায় নাতিকে আটক করে কোর্টে পাঠিয়েছে পানছড়ি থানা পুলিশ। নানী আর নাতী দু’জনেই ৫নং উল্টাছড়ি ইউপির ওমরপুর গ্রামের বাসিন্দা। নাতী মো. হাসান আলীর বয়স ৩৪ হলেও নানীর বয়স ৫৫।
হাসান ওমরপুর গ্রামের আবুল কাশেমের সন্তান। তারা দু’জনেই প্রতিবেশী। নানী ডাকার সুবাদে গত ৩১ আগস্ট রাত আনুমানিক আটটার দিকে নানীকে ঘরে একলা পেয়ে নাতী হাসান আলী জোর প‚র্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় নানীর চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে নাতীকে আটক করে স্থানীয় এপিবিএন পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। এপিবিএন পুলিশ তাকে পানছড়ি থানায় হস্তান্তর করে।
এ ব্যাপারে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করে। পানছড়ি থানার ওসি মো. আনচারুল করিম জানান, হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ব্যাপারে মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।