বাঙলা প্রতিদিন ডেস্ক : লেখক, শিশু সংগঠক, শহীদজায়া, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা পান্না কায়সারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
রবিবার (৬ আগস্ট) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পান্না কায়সারের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান, উপাচার্যের ব্যক্তিগত সচিব মোহাম্মদ ওয়াহিদুল বাসার প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার ৪ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী এবং অভিনেত্রীশমী কায়সারের মা।