বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে দুই সন্তানের জননী তানিয়া বেগম (২৮) ও তার পরকিয়া প্রেমিক সুহেল রানা (৩০) কে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
দুই সন্তানের জননীয় তানিয়া উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের মৃত ওলিউর রহমানের পুত্র আমিনুর রহমানের স্ত্রী ও প্রেমিক সুহেল রানা মানিকগঞ্জ জেলার সদর থানার খালিন্দা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। ১৯ জুলাই সন্ধ্যায় প্রেমিক সোহেল রানার বসতবাড়ি থেকে প্রেমিক ঝুটিকে আটক করেন এসআই অলক দাস।
পুলিশ সুত্রে জানা গেছে, তাদের দুজনের পরিচয় মোবাইল ফোনে। এক পর্যায়ে এ পরিচয় রূপ নেয় প্রেমে। দীর্ঘদিন ধরে চলছিল মন দেয়া-নেয়া। পরে ঘর বাঁধার রঙিন স্বপ্নে বিভোর হয়ে প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দেন দু’সন্তানের জননী তানিয়া। পালিয়ে যাওয়ার ৯ দিনের মাথায় প্রেমিক সুহেল রানাসহ দুজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে ।
১১ই জুলাই ভোরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের আমিনুর রহমানের স্ত্রী দুই সন্তানের জননী তানিয়া বেগম (২৮), তার প্রেমিক এক সন্তানের জনক সোহেল রানার হাত ধরে ঘর ছাড়েন। হোটেলবয় সোহেল রানা মানিকগঞ্জ জেলার সদর থানার খালিন্দা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।
এ ঘটনায় বিশ্বনাথ থানায় স্ত্রী ‘নিখোঁজ’ ডায়েরি করেন আমিনুর রহমান। তদন্তে নেমে বিশ্বনাথ থানা পুলিশের এসআই অলক দাস ১৯ জুলাই সন্ধ্যায় প্রেমিক সোহেল রানার বসতবাড়ি থেকে প্রেমিক ঝুটিকে আটক করেন। উদ্ধার করা হয় আনুমানিক ৯ ভরি স্বর্ণালঙ্কার। পরদিন ২০ জুলাই ৫৪ ধারায় সিলেট আদালতে পাঠালে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, মেয়েটি ইচ্ছে করেই তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। দুজনকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে।