ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, দুর্গম ও প্রত্যন্ত চরাঞ্চলের মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় এনে উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করা হয়েছে। সাবমেরিন কেবিলের মাধ্যমে যমুনার তলদেশ দিয়ে দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ সুবিধার কথা মানুষ কল্পনাও করতো। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও কল্যাণমুখী নেতৃত্বের ফলে তা আজ বাস্তবরূপ লাভ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, যমুনা চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে এই বিদ্যুৎ সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী আজ ৮ ফেব্রুয়ারি, ২০২২ (মঙ্গলবার) বিকেলে ইসলামপুর উপজেলার গুঠাইল হাইস্কুল প্রাঙ্গণে
গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান আলোচক ও উদ্বোধকের বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আজ জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে জেলার ইসলামপুর উপজেলার যমুনার পশ্চিম তীরবর্তী চরাঞ্চলের ৪টি ইউনিয়নের ২১ টি গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হলো।
প্রতিমন্ত্রী জানান, প্রায় ২০ কোটি টাকা।
দূর্গম যমুনার চরাঞ্চলে ২টি সাব মেরিন ক্যাবলের মাধ্যমে ৮৯ কি. মি. এলাকায় ২৮৮৮টি সংযোগ প্রদান করে ২০ হাজার জন মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” শ্লোগানকে ধারণ করে দেশের দূর্গম এলাকার প্রতিটি ঘরকে সরকার বিদ্যুতায়িত করতে সক্ষম হয়েছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের প্রতিটি ঘরকে বিদ্যুতের আলোয় আলোকিত করতে পারা অত্যন্ত গৌরবের বিষয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, নদী বিধৌত দক্ষিণ অঞ্চলসহ দেশের প্রত্যন্ত অঞ্চল বিদ্যুতায়নের ফলে মানুষের মাঝে কর্ম তৎপরতা বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষ উৎপাদশীলতায় যুক্ত হয়ে উন্নত বাংলাদেশ গড়ার কাজে যুক্ত হয়েছে। এসবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বের ফলে।
জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান এর সভাপতিত্বে ও ইসলামপুর জোনাল অফিসের ডিজিএম গোলাম রাব্বানী’র সঞ্চালনায় অনুষ্ঠিত গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলমগীর, ইসলামপুর পৌরসভার মেয়র মোঃ আব্দুল কাদের শেখ, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ রুকনোজ্জামান খান, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুস ছালাম, সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, উপককার ভোগী এলাকার বাসিন্দা কামরুজ্জামানপ্রমুখ।
এর আগে সকালে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভার চর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ এবং গাইবান্ধা ইউনিয়নের নছিমন নেছা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় সরকার বিভাগের Income Support Programme for the Poorest (ISPP)-যত্ন প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের অন্তঃসত্তা নারী এবং ০থেকে ৬০ মাস বয়সী শিশুর মা’দের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের ১৩৪৯ জন উপকার ভোগীর মাঝে ১ কোটি ৪ লক্ষ ৭৪ হাজার ৮ শত টাকা এবং গাইবান্ধা ইউনিয়নের ১৩৯৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ৬ লক্ষ ৬৮ হাজার একশত
টাকা নগদ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমূহে প্রতিমন্ত্রী জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত দরিদ্র মা’দের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে যত্ন নামের পঁাচ বছর মেয়াদি এ প্রকল্প চালু করেছেন যা দেশের ৭ জেলার ৪৩ টী উপজেলায় পরিচালিত হচ্ছে।
এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় পরিচালিত দেশের ৭ টি জেলার ৪৩টি উপজেলায় এ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা সমূহ হচ্ছে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, জামালপুর, ময়মনসিংহ ও শেরপুর।
প্রতিমন্ত্রী বলেন, ইসলামপুর উপজেলার মোট উপকারভোগীর সংখ্যা ১৪ হাজার ৯৬৫ জন যার জন্য অর্থ বরাদ্দ রয়েছে ১১ কোটি ৬৪ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা।
ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান, শিশুর বয়স ৫ বছর পর্যন্ত প্রতি ছয় মাস অন্তর মায়েরা এ নগদ আর্থিক সহায়তা পাচ্ছেন। শিশুর বয়স ২৪ মাস হওয়া পর্যন্ত ৮৪০০ টাকা, ২৫ মাস হতে ৬০ হওয়া পর্যন্ত ৭৪০০ টাকা হারে এবং যমজ শিশু হলে ১১ হাজার ৫ শত টাকা হারে নগদ অর্থ সহায়তা পাচ্ছেন।
যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানদ দু’টিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।