300X70
সোমবার , ৬ মার্চ ২০২৩ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পুঁজিবাজারেও ডলারের প্রভাব, মন্দা কাটছেই না

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৬, ২০২৩ ৯:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:  আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে লিস্টেড এবং নন-লিস্টেড কোম্পানির মধ্যে বিদ্যমান কর হারের ব্যবধান কমানোর পাশাপাশি নন-লিস্টেড কোম্পানির করপোরেট করের হার ২.৫ শতাংশ কমানোর প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একইসঙ্গে সংগঠনটি ব্যক্তিখাতে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে। গতকাল আগারগাঁও রাজস্ব ভবনের সভাকক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় ডিসিসিআইয়ের পক্ষ থেকে সংগঠনের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার এসব প্রস্তাব তুলে ধরেন। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতিত্ব করেন।

ঢাকা চেম্বারের পক্ষ থেকে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য এনবিআরের কাছে আয়কর, মূসক ও শুল্ক সংক্রান্ত মোট ৩০টি প্রস্তাব পেশ করা হয়।

ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সাত্তার বলেন, লিস্টেড এবং নন-লিস্টেড কোম্পানির মধ্যকার কর হারের ব্যবধান বেশি। এটা কমানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যবসাকে উৎসাহিত করার লক্ষ্যে নন-লিস্টেড কোম্পানির করপোরেট করের হার আরও ২.৫ শতাংশ কমানোর প্রস্তাব করেন তিনি।

তিনি বলেন, মূল্যস্ফীতির ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তিখাতে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রয়োজন। সামীর সাত্তার বলেন, বর্তমানে ৩০ লাখ টিআইএনধারী আয়কর রিটার্ন দাখিল করে, যার কারণে আমাদের কর-জিডিপির হার প্রয়োজনের তুলনায় অনেক কম। এমন বাস্তবতায় আগামী ১০ বছরে করদাতার সংখ্যা কমপক্ষে ১ থেকে ২ কোটিতে উন্নীত করতে এনবিআরকে একটি দীর্ঘময়োদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। এ ছাড়া কর ও মূসক প্রদান সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো সহজে সমাধানের লক্ষ্যে ‘ইন্টিগ্রেটেড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইটিএএস)’ এবং ‘ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভিএএস)’ প্রবর্তনের আহ্বান জানান তিনি।

সভায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, এইচএস কোড ব্যবহারে ভুল কমানোর লক্ষ্যে এনবিআরের পক্ষ হতে সিঅ্যান্ডএফ এজেন্টদের নিয়মিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, ব্যবসায়ীরা চাইলে এনবিআর থেকে অ্যাডভান্স রুলিং নিতে পারেন। এইচএস কোড ব্যবহারে ব্যবসায়ীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য পরিচালন প্রক্রিয়া সহজ করতে নাানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তবে কমপ্লায়েন্স ইস্যুতে এনবিআর সর্বদা কঠোর অবস্থানে থাকবে। ব্যবসায়িক কর্মকা- সহজ করতে তিনি উদ্যোক্তাদের সহযোগিতা কামনা করেন।

২০২৫ সালের শেষ নাগাদ ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’-এর কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিসিসিআইয়ের পক্ষ থেকে ভ্যাটের আওতা বহির্ভূত ব্যবসায়ের বার্ষিক টার্নওভারে ঊর্ধ্বসীমা ৩ কোটি টাকা হতে বাড়িয়ে ৪ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। কাস্টমস সংক্রান্ত সকল কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’-এর অতি দ্রুত বাস্তবায়নের জোরারোপ করেন ডিসিসিআই সভাপতি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

স্কলারশীপ নিয়ে এবার অস্ট্রেলিয়ার টেকনিক্যাল কোর্স বাংলাদেশে

স্বপ্নের অনলাইন শপিংয়ে অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন জিপি স্টার গ্রাহকরা

অগ্নিনির্বাপণ মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক

দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপন করে কারিগরি খাতের শিক্ষার্থীদের প্রশিক্ষণে পদক্ষেপ নিবে সরকার

যেভাবে মোবাইলের ওয়াইফাই নেটওয়ার্ক শক্তিশালী করবেন

৬ মাসে ৫ লাখ বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে: সৌদি রাষ্ট্রদূত

করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ১১ কোটি ৪৯ লাখ সাড়ে ৮৬ হাজার

শহীদ বুদ্ধিজীবী দিবসে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও মেয়রের শ্রদ্ধা নিবেদন

শুরুতেই হোচট খাচ্ছে সৌর বিদ্যুতের সেচ প্রকল্প

এপ্রিল মাসে বিজিবি’র অভিযানে ২৭২ কোটি ৩১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

ব্রেকিং নিউজ :