বাহিরের দেশ ডেস্ক: যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা। এসব অভিযোগ আমলে নেননি পুতিন।
তবে সেই অভিযোগের ভিত্তিতেই এবার রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আমলে নেয়া হয়েছে, ইউক্রেনে যুদ্ধাপরাধ ও শিশুদের অবৈধভাবে রাশিয়া নিয়ে যাওয়ার অভিযোগ। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে পুতিনের দপ্তরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেক্সেভনা লোভা-বেলোভার বিরুদ্ধেও।
পরোয়ানা জারি করলেও পুতিনকে গ্রেপ্তারে আইসিসির আদেশ বাস্তবায়নে নেই কোনো বাহিনী। এছাড়া এমন আদেশ কেবল সেসব দেশের জন্যই প্রযোজ্য যারা আদালত গঠনের চুক্তিতে সই করেছিল।