300X70
মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পুনর্বাসন ছাড়া তেলেগু ভাষাভাষী জনগোষ্ঠীকে উচ্ছেদ করলে মানবাধিকার লঙ্ঘন হবে’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, আমরা মনে করি, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া তেলেগু ভাষাভাষীর জনগোষ্ঠীকে উচ্ছেদ করা হলে এদের মানবাধিকারের লঙ্ঘন হবে। এসব মানুষ কোথায় যাবে? এদের জাতীয় পরিচয়পত্রে স্থায়ী- অস্থায়ী ঠিকানা এখানেই। বহুকাল এরা এখানেই বসবাস করছে। এদের যাতে উচ্ছেদ না করা হয় সেজন্য আমরা সরকারের নিকট সুপারিশ করবো। মঙ্গলবার যাত্রাবাড়ীর ধলপুরে অবস্থিত সুইপার কলোনিতে বসবাসকারী তেলেগু ভাষাভাষীর জনগোষ্ঠী উচ্ছেদের স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সকালে মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল যাত্রাবাড়ীর ধলপুরে অবস্থিত সুইপার কলোনিতে বসবাসকারী তেলেগু ভাষাভাষীর জনগোষ্ঠীকে উচ্ছেদের স্থান পরিদর্শন করেন। এসময় সদস্য মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কমিশন চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আমরা মনে করি, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া এদের উচ্ছেদ করা হলে এদের মানবাধিকারের লঙ্ঘন হবে। এসব মানুষ কোথায় যাবে? এদের জাতীয় পরিচয়পত্রে স্থায়ী- অস্থায়ী ঠিকানা এখানেই। বহুকাল এরা এখানেই বসবাস করছে। এদের যাতে উচ্ছেদ না করা হয় সেজন্য আমরা সরকারের নিকট সুপারিশ করবো।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :