সংবাদদাতা, রাজশাহী: রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা সেজে যানবাহন তল্লাশিকালে দুই ভুয়া পিবিআই সদস্যকে আটক করে নগরীর কাটাখালী থানা পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি রিফ্লেকটিং ভেস্ট ও একটি ক্যাপ উদ্ধার করা হয়।
রোববার (৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন এলাকার কাটাখালী বাজারের তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকার আবুল কালাম আজাদের ছেলে গোলাম রসুল রনক (৩৫) ও নগরীর সাগরপাড়া বটতলা এলাকার জয়নাল আবেদীন শেখের ছেলে ওহিদুল শেখ অপু (৩২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার রাতে কাটাখালী থানার এএসআই মো. জয়নাল আবেদীন ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিল। রাত ১টায় কাটাখালী থানা পুলিশের ওই টিম দেখতে পায় কাটাখালী থানার চৌমহনী বাজারে একজন পুলিশের রিফ্লেকটিং ভেস্ট ও অন্যজন পুলিশের ফিল্ড পরে করে টাংগনগামী বিভিন্ন যানবাহন থামানোর চেষ্টা করছে। পুলিশের গাড়ি দেখে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত কাটাখালী বাজারের দিকে পালিয়ে যায়।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এসআই মো. জুয়েল রানা ও তার টিম রাত দেড়টার দিকে কাটাখালী বাজারের তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি রিফ্লেকটিং ভেস্ট, একটি ফিল্ড ক্যাপ ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এই দুই ভুয়া পিবিআই সদস্যকে আটক করে।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রফিকুল আলম জানান, জিজ্ঞাসাবাদে আটক পুলিশের রিফ্লেকটিং ভেস্ট ও ফিল্ড ক্যাপ পড়ে টাংগন ও চৌমহনী এলাকায় লোকজনকে পিবিআই কর্মকর্তা পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আটকের সময় তারা প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন যানবাহনের কাগজ পরীক্ষা করার জন্য যানবাহন থামানোর চেষ্টা করছিল বলেও তারা জানায়।
আটকদের বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।