এম এ মান্নান, লালমনিরহাট: লালমনিরহাট পৌরসভা নির্বাচনে বহিস্কৃত জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন (নারিকেল গাছ প্রতীক) নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১১ হাজার ৩৬ । তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগের মোফাজ্জল হোসেন (নৌকা প্রতীক) পেয়েছেন ৯ হাজার ৫৫ভোট।
বিএনপির প্রার্থী মোশারফ হোসেন রানা (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৫ হাজার ১০৮, জাতীয় পার্টির প্রার্থী এস এম ওয়াহিদুল হাসান সেনা (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৯৭১, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৮শ’ ৭০ ভোট।
এছাড়াও পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী উপজেলা যুবলীগ এর সভাপতি রাশেদুল ইসলাম সুইট ১২ হাজার ৬১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী পৌর বিএনপির সভাপতি এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল পেয়েছেন ২ হাজার ২৬১ ভোট।