বাঙলা প্রতিদিন ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পথিকৃত এবং জিন্সকে বিশ্ব দরবারে তুলে ধরার পুরোধা ব্যক্তিত্ব প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
আজ (সোমবার) বাণিজ্যমন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভূমিমন্ত্রীর শোক
বিশিষ্ট শিল্পপতি ও প্যাসিফিক জিন্স লিমিটেডের চেয়ারম্যান এবং মরহুম সংসদ সদস্য আলহাজ্ব এ.বি.এম আবুল কাসেম মাষ্টার-এর ছোটো ভাই নাছির উদ্দীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
শোকবার্তায় ভূমিমন্ত্রী বলেন নাছির উদ্দীন চৌধুরী ছিলেন বাংলাদেশের পোশাক শিল্পে ডেনিম খাতের অগ্রদূত এবং চট্টগ্রামের বিশিষ্ট সমাজসেবক। তাঁর মৃত্যু বাংলাদেশের শিল্পখাতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ সোমবার আনুমানিক বেলা সোয়া ৩টায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।