300X70
মঙ্গলবার , ৯ মার্চ ২০২১ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় চালক ও হেলপার র‍্যাবের হাতে আটক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৯, ২০২১ ১০:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: যাত্রীবাহী বাস থেকে এক প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনায় সেই বাস চালক ও হেলপারকে আটক করেছে র‍্যার ১০ এর একটি টিম। সেই সাথে ওই বাসটিকে জব্দ করেছে। এ রিপোর্ট সকাল ১১ টায় লেখা পযন্ত আটকদের পরিচয় জানা যায়নি।

এ নিয়ে বিকাল ৩ টায় র‍্যাব সদর দপ্তরে বিফ্রিং করবে র‍্যাব। এনিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ভাইরাল হয়েছে।

বাস থেকে ওই নারীকে ফেলে দেওয়ার দৃশ্য ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় লোকজনের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। বাকপ্রতিবন্ধী নারী ভাড়া দিতে না পারায় রোববার সকালে রোহিতপুর বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ফেলে দেওয়া হয়।

বাসের পেছন থেকে কোনো এক ব্যক্তি ভিডিও করেন। ভিডিওতে দেখা যায়, ওই যাত্রীবাহী বাসের নাম এন মল্লিক।

ভিডিওতে দেখা যায়, বাসটির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১।

ওসি মাইনুল আমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি, বাস থেকে এক প্রতিবন্ধী নারীকে রোহিতপুর বাজার এলাকায় ফেলে দিয়েছে।

এখনও আমরা সঠিক কোনো তথ্য পাইনি। পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয়দের থেকে জানার চেষ্টা করছি। তবে যাত্রীবাহী বাস ঢাকা-দোহার রুটে চলাচল করে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :