অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাণিজ্য মন্ত্রনালয়ের সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস)-এর উদ্বোধনে প্রথম এই-কমার্স প্ল্যাটফর্মগুলোর একটি হিসেবে যোগ দিল দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস, দারাজ বাংলাদেশ। বাংলাদেশ সরকারের লক্ষ্য অনুযায়ী, ই-কমার্স প্রতারণা রোধ করে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার প্রচেষ্টা হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী টিপু মুনশি এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল এ এইচ এম শফিকুজ্জামান, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার, বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম বিভাগের ডিরেক্টর মুহাম্মদ বদিউজ্জামান দিদার, এফবিসিসিআই ডিরেক্টর সৈয়দ আলমাস কবীর এবং বিভিন্ন মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ বিষয়ে আইসিটি ডিভিশন-এটুআই এর হেড অব ইকমার্স রেজওয়ানুল হক জামি বলেন, “বাংলাদেশে ই-কমার্স পলিসি বাস্তবায়নে সিসিএমএস একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একদম শুরু থেকে দেশের বৃহত্তম মার্কেটপ্লেস দারাজ সিসিএমএস- এর সাথে আছে, এজন্য আমরা দারাজকে ধন্যবাদ জানাই।”
দারাজ বাংলাদেশ-কর্পোরেট এফেয়ারসের স্টেকহোল্ডার রিলেশনস হেড মোঃ সামসুল ইসলাম মাসুদ বলেন, “দারাজ বরাবরই সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। ডিবিআইডি নীতিমালা তৈরির ক্ষেত্রেও প্রথম থেকেই দারাজের সমর্থন ছিল, এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম হিসাবে দারাজ শুরুতেই নিবন্ধিত হয় যা দারাজের ওয়েবসাইট ও অ্যাপে দৃশ্যমান। আমরা সব সময় নীতিমালা মেনে কাজ করার চেষ্টা করি, তাই ই-কমার্স প্রতারণা রোধ করতে এবং মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সিসিএমএস- এর অংশ হতে পেরে আমরা গর্বিত।”