বাঙলা প্রতিদিন ডেস্ক : ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (NIOS) ও কমনওয়েলথ এডুকেশনাল সেন্টার ফর এশিয়া (CEMCA) – এর যৌথ উদ্যোগে আয়োজিত “Perceptions and Innovations in Open and Distance Learning” শীর্ষক তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ১ এপ্রিল শুরু হয়েছে।
সম্মেলনের প্রথম দিনে প্লেনারী বক্ততায় বাউবি ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল বলেন প্রথাগত উন্মুক্ত শিক্ষা থেকে সক্ষমতা ভিত্তিক স্মার্ট উন্মুক্ত শিক্ষায় রূপান্তর জরুরি । তিনি উল্লেখ করেন যে, বিশ্বায়নের সুবিধাদির সর্বোচ্চ অর্জনে শিক্ষায় শুধুমাত্র সংস্কার যথেষ্ট নয়, এর আমূল পরিবর্তন জরুরি। তিনি বলেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক অবস্থায় শুধুমাত্র জ্ঞান ও দক্ষতা অর্জন যথেষ্ট নয়, এগুলো কাজে লাগিয়ে সমাজে পরিবর্তন আনয়নের সক্ষমতা তৈরি হতে হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সৃষ্টি ও উন্মুক্ত শেয়ারিং-এর উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে শিক্ষা ব্যবস্থায় জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও স্বশিখন সক্ষমতার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। সম্মেলনটি আগামী ৩ এপ্রিল ২০২৪ তারিখ শেষ হবে।