নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ মঙ্গলবার (২৩ মে) বাউবি শিক্ষক সমিতির উদ্যোগে বাউবি’র গাজীপুর ক্যাম্পাসে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মূল ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ডিন, পরিচালকবৃন্দ, বাউবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মেহেরীন মুনজারীন রত্মা এবং ডিরেক্টরস কাউন্সিলসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।